Privacy Policy
গোপনীয়তা নীতি (Privacy Policy)
আপনার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ইনফো (https://projuktiinfo.com) এ আমরা নিশ্চিত করি যে, আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণের বিষয়টি সম্পূর্ণরূপে নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালিত হয়।
আমরা কী তথ্য সংগ্রহ করি?
আমরা নিম্নলিখিত তথ্যসমূহ সংগ্রহ করতে পারি:
• আপনার নাম, ইমেইল ঠিকানা (যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বা সাবস্ক্রাইব করেন)
• ব্রাউজার টাইপ, ডিভাইস, ও আইপি অ্যাড্রেস
• ওয়েবসাইটে আপনার ব্যবহারের প্যাটার্ন (Google Analytics-এর মাধ্যমে)
আমরা এই তথ্য কীভাবে ব্যবহার করি?
আপনার তথ্য ব্যবহারের উদ্দেশ্য:
• কনটেন্ট মান উন্নয়ন এবং পাঠকের অভিজ্ঞতা উন্নত করা
• আপনার প্রশ্ন বা অনুরোধের উত্তর দেওয়া
• নিউজলেটার বা আপডেট পাঠানো (আপনি চাইলে যেকোনো সময় অপ্ট-আউট করতে পারেন)
কুকি (Cookies) নীতি
প্রযুক্তি ইনফো কুকি ব্যবহার করে, যা আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীদের অভ্যাস বুঝতে সাহায্য করে। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকি নিষ্ক্রিয় করতে পারেন।
থার্ড পার্টি লিংক
আমাদের ওয়েবসাইটে থার্ড পার্টি লিংক বা অ্যাফিলিয়েট লিংক থাকতে পারে (যেমনঃ Amazon, AliExpress, HostGator)। এই লিংকগুলোতে ক্লিক করে আপনি যে ওয়েবসাইটে যাবেন, সেখানে আমাদের গোপনীয়তা নীতির কোনো প্রভাব থাকে না।
Google AdSense বিজ্ঞাপন:
আমাদের সাইটে Google AdSense বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে। Google কুকি ব্যবহার করে যাতে আগ্রহভিত্তিক বিজ্ঞাপন দেখানো যায়। আপনি চাইলে Google-এর বিজ্ঞাপন কুকি সেটিং থেকে সেটিং পরিবর্তন করতে পারেন।
তথ্য সুরক্ষা
আপনার ব্যক্তিগত তথ্য আমরা যথাসম্ভব নিরাপদ সার্ভারে সংরক্ষণ করি। তৃতীয় পক্ষকে বিক্রি, ভাড়া বা ট্রেড করি না।
নীতিমালার পরিবর্তন
আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের প্রাইভেসি পলিসি আপডেট করতে পারি। কোন পরিবর্তন হলে এই পেইজে প্রকাশ করা হবে। তাই সময় সময় এই পেইজ পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যোগাযোগ করুন
আপনার যদি আমাদের গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন:
ইমেইল: contact@projuktiinfo.com
ধন্যবাদ আপনাকে আমাদের বিশ্বাস করার জন্য। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আপনার ব্যক্তিগত তথ্য সর্বোচ্চ সতর্কতার সাথে ব্যবহৃত হবে।